অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে বাগমারার বিলকালাই মৎস্যজীবি সমিতির সভাপতি শুভডাঙ্গা ইউপির চেয়ারম্যান প্রভাষক মোশারফ হোসেনকে অপসারণের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যায় শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টারের নেতৃত্বে বারুইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিল শেষে স্কুল মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সাবেক ইউপি সদস্য আহসান হাবিবের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার, সাবেক ইউপি চেয়ারম্যান মহসীন আলী, অধ্যাপক শফিকুল ইসলাম, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি সামান আলী, প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন, মাষ্টার গিয়াস, হাবিবুর রহমান, কাজী খাদেমুল ইসলাম ও মকবুল হোসেন প্রমুখ।