বাগমারায় বিল দখল নিয়ে বিরোধ আ.লীগ নেতার বাড়ি ভাংচুর, ১০ জন আহত
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
বাগমারায় বিল দখল নিয়ে বিরোধের জের ধরে আউচপাড়া ইউনিয়ন আ.লীগের দপ্তর সম্পাদক মফিজ উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির দরজা-জানালা ও আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করা হয়েছে। এ হামলায় মফিজ উদ্দিন, তার ছেলে জয় রহমান, স্ত্রী জেসমিন খাতুন ও মা ফাতেমা বিবিসহ অন্তত: ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে ঘটনার পর থেকে বিল সংলগ্ন এলাকায় পুলিশী টহল জোরদার করা হয়েছে জানিয়েছেন।
জানা গেছে, আউচপাড়া ইউনিয়নের নিমাইবিলে এলাকার কৃষকদের সমন্বয়ে মাছচাষের জন্য গত শনিবার একটি কমিটি গঠন করা হয়। এ কমিটিতে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে অনুষ্ঠিত এক ভোটের মাধ্যমে সভাপতি ও সম্পাদক নির্বাচন করা হয়। এতে আউচপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সরদার জান মোহাম্মদ সভাপতি এবং কৃষক জিয়াউল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কিন্তু এ নির্বাচন অমান্য করে মঞ্জু পক্ষের লোকজন ওই বিলে মাছচাষে বাঁধা দেয়। এতে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মঞ্জুর রহমান ও কাজেম উদ্দিনের নেতৃত্বে ৫০-৬০ জন ব্যক্তি ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিশোটা নিয়ে সারোন্দি গ্রামে কমিটির সদস্য মফিজ উদ্দিনের বাড়িতে হামলা চালায়। হামলাকারিরা ইট-পাটকেল নিক্ষেপ করে বাড়ির দরজা-জানালা ও আসবাবপত্র ভাংচুর করে এবং বাড়ির লোকজনকে মারপিট করে আহত করে। এছাড়া ওই কমিটির সদস্য মমতাজ উদ্দিন, মুনছুর রহমান ও খয়ের আলীসহ গ্রামের আরো কয়েকটি পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।