মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে বাগমারায় বিশ্ব অহিংস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে ভবানীগঞ্জ নিউমার্কেট চত্তরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাগমারা পিচ এ্যামবাসেডর গ্রুপ পিএফজির উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় মানববন্ধনে সভাপতিত্ব করেন বাগমারার সমন্ময়কারী মাহফুজুর রহমান প্রিন্স। পিচ এ্যামবাসেডর আব্দুল মজিদের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল জলিল, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক জিল্লুর রহমান ও স্বপ্নের আলো ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম।
বক্তারা সংঘাত মুক্ত ঐক্যের বাংলাদেশ ও হিংসা মুক্ত সমাজ গড়ার মাধ্যমে সকল রাজনৈতিক দলের শান্তিপূর্ন সহঅবস্থান নিশ্চতকরণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। মানববন্ধনে আ’লীগ, বিএনপি, জাতীয়পার্টি, ধর্মীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।