বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
‘প্লাস্টিক দুষণ সমাধানে শামিল হই সকলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগমারায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ানের সভাপতিত্বে ও একাডেকিম সুপার ভাইজার ড. মোহাম্মদ আব্দুল মুমীতের সঞ্চালনায় বক্তব্য দেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সংরক্ষিত ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি, উপজেলা এলজিইডি প্রকৌশলী খলিলুর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মৎস্য কর্মকর্তা রবিউল করিম ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার রবিউল হাসান প্রমুখ।