বাগমারায় বীর মুক্তিযোদ্ধা শহীদ সেকেন্দার সড়কের নামকরণ উদ্বোধন

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার গোডাউন মোড় থেকে ব্র্যাক মোড় হয়ে তাহেরপুর পৌরসভার হরিতলা মোড় পর্যন্ত সড়কের নতুন নামকরণ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা শহীদ সেকেন্দার সড়ক।
বৃহস্পতিবার বিকেলে ভবানীগঞ্জ পৌরসভার গোডাউন মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহম্মেদ খাঁন প্রধান অতিথি হিসাবে নামফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে এই সড়কের নতুন নামকরনের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪, বাগমারা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম টুটুল। বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সামশুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মালেক মানিক, সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক শাহাদৎ হোসেন, সাবেক যুগ্ন আহ্বায়ক রকিবুল ইসলাম সিদ্দিক, সাবেক যুগ্ন আহ্বায়ক আলাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান টিপু, যুগ্ন আহ্বায়ক আলী হোসেন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাসুদুর হমান, সদস্য সচিব আব্দুল হান্নান, ভবানীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডিএম শাহীন, যুগ্ন আহ্বায়ক দুলাল হোসেন, যুগ্ন আহ্বায়ক আলমগীর হোসেন আলম, ভবানীগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জহুরুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ন আহ্বায়ক দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহব্বত হোসেন, সদস্য
সচিব উজ্জল রহমান ও যুগ্ন আহ্বায়ক নাজমুল হোসেন প্রমূখ। এর আগে বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়।

jn

আরো দেখুনঃ