বাগমারায় ভাতিজাদের ফাঁকি দিতে প্রতারণার মাধ্যমে জমি রেজিস্ট্রি করে নিয়ে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা মাকে তিন দিন ধরে একটি ঘরে তালাবদ্ধ করে আটকিয়ে রাখে ছেলে। এই ঘটনায় থানায় অভিযোগ হওয়ার পর শনিবার সন্ধ্যায় পুলিশ মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন। থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জমি রেজিস্ট্রি করে নেওয়ার বিষয়টি প্রকাশ হয়ে যেতে পারে এ কারণেই ওই বৃদ্ধাকে ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছিল।
জানা গেছে, গনিপুর ইউনিয়নের গণিপুর গ্রামের সাধন প্রামানিক প্রায় ২০ বছর আগে এক স্ত্রী, ৪ ছেলে ও এক মেয়ে ওয়ারিশ রেখে মারা যান। সম্প্রতি সাধন প্রামানিকের বিধবা স্ত্রী আজিমুন বেওয়া স্টোক করে সৃতি শক্তি হারিয়ে ফেলেন। এরপর থেকেই মানসিক ভাবনসাম্যহীন ওই বৃদ্ধাকে তার বড় ছেলে মৃত আবু বকর প্রামানিকের ছেলে বাচ্চু প্রামানিক (সম্পর্ক নাতি) দেখাশোনা করে আসছিলেন। কিন্তু হঠাৎ করে গত বুধবার থেকে বৃদ্ধা আজিমুন বেওয়াকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর প্রতিবেশিরা জানতে পারেন মানসিক ভাবনসাম্যহীন ওই বৃদ্ধা মায়ের কাছে থেকে তার ছোট দুই ছেলে আব্দুস সাত্তার ও আয়েন উদ্দিন প্রতারণার মাধ্যমে সমস্ত জমি রেজিস্ট্রি করে নিয়ে তাকে একটি ঘরে তালাবদ্ধ করে আটকিয়ে রেখেছে। এই ঘটনায় নাতি বাচ্চু প্রামানিক বাদী হয়ে আব্দুস সাত্তার ও আয়েন উদ্দিনসহ ৫ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।