বাগমারার বড়বিহানালী ইউনিয়নের নিচুপাড়া বাজারে এক ব্যবসায়কে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
ওই ব্যবসায়ীর নাম আপেল মাহমুদ রাজ্জাক (৫০)। তিনি বড় বিহানালী ইউনিয়নের উত্তর মাঝগ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। এই ঘটনার পর জীবনের নিরাপত্তার জন্য তিনি গতকাল শনিবার সন্ধ্যায় বাগমারা থানায় একটি জিডি করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, ব্যবসায়ী আপেল মাহমুদ রাজ্জাক বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে ঔষধ নেওয়ার জন্য বাড়ি থেকে কাজীপাড়া বাজারে যাচ্ছিলেন। এ সময় নিচুপাড়া বাজারের তিন মাথার মোড়ে মিঠুর দোকানের সামনে নিচুপাড়া গ্রামের আব্দুল কাদেরের বখাটে ছেলে মজনু রহমান ও তার বড় ভাই মোজাম্মেল হকসহ ৩-৪ জন অজ্ঞাত সন্ত্রাসী ছোরা ও ধারালো অস্ত্র নিয়ে আপেল মাহমুদ রাজ্জাককে হত্যার উদ্দেশ্যে ঘিরে ফেলে।
এ সময় তিনি প্রাণ বাঁচাতে দৌঁড় দিয়ে ওই দোকানের মধ্যে গিয়ে আশ্রয় নেন। এ সময় বাজারের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আপেল মাহমুদ রাজ্জাক জানান, বখাটে মজনু ও তার ভাই মোজাম্মেল হক বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টুর ক্যাডার বাহিনীর সদস্য ছিলো।
তাদের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে তিনি অভিযোগ দিয়েছিলাম। এ কারণে তাকে হত্যার চেষ্টা করা হয় বলে তিনি দাবি করেন। এই বিষয়ে থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, এই ঘটনায় কিছুক্ষণ আগে ওই ব্যবসায়ী থানায় এসে একটি জিডি করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।