বাগমারায় মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য গ্রেফতার

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাগমারার ঝিকরা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আবুল কাশেমকে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে থানায় হস্তান্তর করা হলে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। তার পিতার নাম পচাই সরদার।

জানা গেছে, বুধবার ভোরে সেনাবাহিনীর একটি টহল দল গোপন সামবাদের ভিত্তিতে আবুল কাশেমের বাড়িতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ তাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, গ্রেপ্তারকৃত আবুল কাশেম এলাকায় মাদকদ্রব্য সেবন করে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে চলাফেরা করতো। স্থানীয়দের কাছ থেকে চাঁদা না পেয়ে সে একটি মসজিদে তালা মেরে রাখে। তার বিরুদ্ধে থানা ও আদালতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড সহ একাধিক মামলা রয়েছে। সে ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক। ঝিকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান রতন জানান, আব্দুল কাশেমের ভয়ে এলাকার মানুষ আতঙ্কে থাকে। নিজ বাড়িতেই তিনি মাদকের আখড়া বানিয়েছেন। সে সব সময় অস্ত্র শস্ত্র নিয়ে ঘুরে বেড়াত।

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, আটক আবুল কাশেমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরো দেখুনঃ