বাগমারার তাহেরপুরে মাদকসেবীর হামলায় পেয়াজ ব্যবসায়ী রহিদুল ইসলাম আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তবে তার অবস্থা আশংকাজনক হওয়ায় পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জানা গেছে, তাহেরপুর পৌরসভার মথুরাপুর মহল্লার দর্জি আজাদের ছেলে আশিকুর রহমান আশিক শনিবার দুপুরে নেশাগ্রন্থ অবস্থায় হরিফলা মোড়ে আব্দুল গাফ্ফারের বাগানে আম গাছে উঠে মাতলামি করে এবং গাছ থেকে কাঁচামিঠা আম পাড়তে থাকে। এ সময় আব্দুল গাফ্ফারের ভগ্নিপতি রহিদুল ইসলাম তাকে আম পাড়তে বাধা দিলে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষন পর আশিক নেশাগ্রস্থ হয়ে মাতলামি করে হাতে চাপাতি নিয়ে মথুরাপুর পান বাজারে একটি হোটেলে প্রবেশ করে রহিদুল ইসলামকে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এই ঘটনায় রোববার থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে থানার ওসি অরবিন্দ সরকার বলেন, ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় জড়িত মাদকসেবীকে গ্রেফতারের চেষ্টা চলছে।