বাগমারায় মামলার বাদীকে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাগমারায় হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগে মামলা করায় বাদী ও তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার বাগমারা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেছেন মামলার বাদী শুভডাঙ্গা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের মৃত সদের আলীর ছেলে ছেনামুল হক।

এ সময় ছেনামুল হকের স্ত্রী শাবানা বেগম, মা জাহানার বেগম, মেয়ে রেশমী খাতুন, ছোট ভাই এনামুল হক ও মাহাবুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন ছেনামুল হক লিখিত বক্তব্যে অভিযোগ করেন, বারুইপাড়া গ্রামের লোকজনদের নিয়ে একটি ভ্রমন সমিতি রয়েছে। ওই সমিতির মাত্র দশ হাজার টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে সোমবার রাতে সমিতির পরিচালক ভুট্রু, মিলন ও উজ্জল হোসেনের নেতৃত্বে ১০-১১ জন ব্যক্তি তার বাড়িতে এবং তার ছোট ভাই এনামুল হক, আতাউর রহমান ও মাহাবুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির দরজা-জানালা এবং ঘরের মধ্যে থাকা টিভি, ফ্রিজ ও আলমারিসহ আসবাবপত্র ভাংচুর ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

এতে তাদের প্রায় আট লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। এই ঘটনায় পরের দিন ওই সমিতির পরিচালক ভুট্রু, মিলন, উজ্জল ও টিপু সুলতানসহ ১১ জনের বিরুদ্ধে তিনি বাদী হয়ে থানায় একটি মামলা করেন।

কিন্তু মামলা করায় আসামীরা ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নিতে তাকে এবং তার পরিবারের সদস্যদের হত্যার হুমকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। আসামীদের অব্যাহত হুমকির কারনে বাদী ও তার পরিবারের সদস্যরা গ্রামে ফিরতে পারছেন না।

এই পরিস্থিতিতে আসামীদের দ্রæত গ্রেফতারে জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। এ বিষয়ে থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো দেখুনঃ