বাগমারায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পণ্য স্পেশাল ঢালাই সিমেন্টের শুভযাত্রা অনুষ্ঠিত। এ উপলক্ষ্যে সোমবার মোহনগঞ্জ বাজারে মমিন এন্টারপ্রাইজে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢালাই স্পেশাল সিমেন্টের ৮তম ডিলার হিসেবে মমিন এন্টারপ্রাইজ আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেন।
কংক্রিট, কলাম ও ছাদ ঢালাইসহ বিভিন্ন ঢালাইয়ে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’ অন্য সিমেন্টের তুলনায় অধিক কার্যকরি। এটি দ্রুত দৃঢ়তা অর্জনের কারণে দীর্ঘমেয়াদি শাটারিং এর প্রয়োজনীয়তা কমিয়ে খরচ বাঁচায়। সাধারণ পিসিসি সিমেন্টের ২৮ দিনের দৃঢ়তার প্রায় ৫০ ভাগ প্রথম দুই দিনে এবং প্রায় ৮৫ ভাগ ৭ দিনের মধ্যে অর্জন করে। দ্রুত জমাট বাধার কারণে অভ্যন্তরীণ ইটের গাঁথুনির কাজ শুরু করা যায় বলে জানান, অনুষ্ঠানের প্রধান অতিথি রুয়েটের প্রফেসর কামরুজ্জামান সরকার।
মেঘনা গ্রুপের সিনিয়র ম্যানেজার ওয়াছেল উল আজরাফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, মেঘনা গ্রুপের সিনিয়র জিএম কাজী মহিউদ্দীন, এজিএম আশিক আহমেদ, বাগমারার ডিলার আব্দুল মমিন, ইসাহাক আলী, ব্যবসায়ী এনামুল হক, মেঘনা গ্রুপের সহকারী ম্যানেজার আব্দুল্লাহ আল মারুফ, এক্সিকিউটিভ নূর আলম ও সিনিয়র অফিসার সাইফুল ইসলাম। ঢালাই স্পেশাল সিমেন্টের শুভযাত্রা উপলক্ষ্যে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
এফআর/অননিউজ