বাগমারায় মৎস্যজীবি সমিতির সভাপতি মামুনুর রশিদ মামুনকে কুপিয়ে হত্যার চেষ্টার চালিয়েছে একদল দুর্বৃত্ত। স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
জানা গেছে, সোনাডাঙ্গা ইউনিয়নের বিলশনি বিল মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মামুনুর রশিদ মামুন রোববার রাত ৯ টার দিকে সোনাডাঙ্গা বটতলা মোড় থেকে বাড়ি ফেরার সময় বিলশনি মৎস্যজীবি পাড়া ব্রিজের সামনে পূর্ব শত্রæতার জের ধরে ১৫-১৬ জন দুর্বৃত্ত হাতুড়ি, লোহার রড ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কুপিয়ে তার হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দেয় এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে তার এক পা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে।
থানার ওসি আমিনুল ইসলাম সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এ ঘটনায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে আলোচনা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।