বাগমারায় লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে মামলা করায় মাদারীগঞ্জ বাজারে তোরা ফাউন্ডেশনের ব্যবসা প্রতিষ্ঠানে মঙ্গলবার হামলা চালিয়ে দোকানঘর ভাংচুর করেছে আসামিরা। এ ঘটনায় ওই লাঠিয়াল বাহিনীর প্রধান তোজাম্মেল হকসহ ২৫ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে বলে জানিয়েছেন।
জানা গেছে, তোরা ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুজ্জামান সম্প্রতি মাদারীগঞ্জ বাজারে হাসনিপুর মৌজায় দুইটি ঘরসহ সোয়া ৬ শতক জমি ক্রয় করেন। ক্রয়কৃত ওই জমিতে দোকান ঘর নির্মাণ কাজ শুরু করলে জনৈক তোজাম্মেল হক ও তার লাঠিয়াল বাহিনীর লোকজন কামরুজ্জামানের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু চাঁদা না দেওয়ায় তোজাম্মেল হকের নেতৃত্বে তার লাঠিয়াল বাহিনীর লোকজন হামলা চালিয়ে নবনির্মিত দোকান ঘর ভাংচুর করে। এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা হওয়ার পর তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় পুলিশ ওই লাঠিয়াল বাহিনীর প্রধান তোজাম্মেল হককে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। এতে তোজাম্মেল হক ক্ষিপ্ত হয়ে জামিনে বেরিয়ে আসার পর ২১ ফেব্রুয়ারী ছুটির দিন তার নেতৃত্বে আসামিরাসহ তার লাঠিয়াল বাহিনীর ২০/২৫ জন ব্যক্তি হামলা চালিয়ে দোকানঘর ভাংচুর করে। এ সময় হামলাকারীরা দোকান ঘরের প্রধান গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে এবং দোকানের সিসি ক্যামেরাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।