বাগমারায় শিক্ষক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা শিক্ষক কল্যান সমিতির ভবানীগঞ্জস্থ নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সমিতির নবগঠিত কমিটির সভাপতি তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জবান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানপুর উচ্চ বিদ্য্যলয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য দেন- নবগঠিত কমিটির সহসভাপতি চেউখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বকুল আলী খরাদী, সাংগঠনিক সম্পাদক গাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, যুগ্নসাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক ওহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মাজেদুর রহমান, ক্রীড়া সম্পাদক এস.এম শওকত হোসেন, মচমইল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন, হাটগাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইছাহাক আলী, বাইগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন, জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পি.এস গুলবর রহমান ও কাঁঠালবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমূখ।
উল্লেখ্য, গত সপ্তাহের দিকে তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জবান আলীকে সভাপতি, সুলতানপুর উচ্চ বিদ্য্যলয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক ও গাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে সর্বসম্মতি ক্রমে বাগমারা উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির মোট ৩৫ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- আবু জাফর, আব্দুস সালাম খাঁন, আক্কাস আলী সাদন, হাসানুজ্জানান মীর, সহ-প্রচার সম্পাদক সাহেব আলী, পাঠাগার সম্পাদক ফজলুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা খাতুন, পরীক্ষা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন, দিলরুবা আফরোজ, আব্দুল মালেক, চিমান আলী, রফিকুল ইসলাম, আব্দুল মান্নান, নাসরিন আক্তার, নিলুফা ইয়াসমীন, শাহজাহান আলী, তোয়েবুর রহমান ও আতাউল গনি।
এফআর/অননিউজ