বাগমারার তাহেরপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন মাদরাসায় অধ্যায়নরত শিক্ষার্থীসহ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
রোববার সারা দিনব্যাপী তিনি তাহেরপুর পৌর কার্যালয়ে উপজেলার বিভিন্ন মাদরাসায় অধ্যায়নরত শিক্ষার্থীসহ পৌর এলাকার গরিব, অসহায় ও দুস্থ পরিবারের তিন হাজার নারী-পুরুষের মাঝে এই কম্বল বিতরণ করেন।
এ উপস্থিত অন্যদের মধ্যে ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বাবুল হোসেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মতলেবুর রহমান, প্রকৌশলী আব্দুল কাদের, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, কাউন্সিলর এরশাদ আলী, সমসের আলী, মুন্টু, পিয়াদা ও সহকারি শিক্ষক খন্দকার শাহিদা আলম শাহি প্রমূখ।
এফআর/অননিউজ