বাগমারায় প্রেরণা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শনিবার বিকেলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে হাটগাঙ্গোপাড়া বাজারের মজোপাড়া ধান হাটায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংস্থার সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামে সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- যুগান্তর ও দৈনিক সোনালী সংবাদের প্রতিনিধি আবু বাককার সুজন, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন ও উপদেষ্টা ইসরাফিল হোসেন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার কার্যনির্বাহী সদস্য জাহিদুল ইসলাম।