বাগমারার উপজেলা সদর ভবানীগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ভবানীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হান্নান সোমবার বিকেলে নিজ বাসভবনে এলাকার গরিব, অসহায় ও দুস্থ পরিবারের শতশত নারী-পুরুষের মাঝে এই কম্বল বিতরণ করেন। এ উপলক্ষ্যে পৌর আ.লীগের অন্যতম সদস্য বেলাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, কাউন্সিলর আব্দুল হান্নান।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, পৌর আ.লীগের ৬নং ওয়ার্ড সদস্য আহম্মদ আলী, ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, স্থানীয় আ.লীগ নেতা খাইরুল ইসলাম, হাসিবুল হোসেন শান্ত, জাহিদ হাসান ও পৌর মহিলা আ.লীগ নেত্রী পলি আক্তার প্রমূখ।