বাগমারায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রী হাসি আক্তারকে পিটিয়ে আহত করা হয়েছে। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও তার অবস্থা আশংকাজনক হওয়ায় পরে তাকে অ্যাম্বুলেন্সযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিকেলে হামিরকুৎসা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী হাসি আক্তারকে কয়েকজন নারী পিটিয়ে আহত করে।
তার বাবা খোরশেদ আলম হামিরকুৎসা ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক এবং রাজশাহী-৪ (বাগমারা) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থক। এ কারণে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা হাসি আক্তারকে পিটিয়ে আহত করে বলে তার বাবা খোরশেদ আলম অভিযোগ করেন।
এফআর/অননিউজ