আবু বাককার সুজন (বাগমারা):
রাজশাহীর বাগমারায় সরকারের সাফল্য ও উন্নয়ন প্রচারে আওয়ামী লীগের উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আ.লীগের কেন্দ্রীয় শিক্ষা ও মানব সম্পদ উপকমিটির সদস্য ও জেলা আ.লীগের উপদেষ্টা কমিটির সদস্য ড. পি,এম সফিকুল ইসলামের নেতৃত্বে মচমইল বাজার থেকে শুরু হয়ে মুগাইপাড়া বাজার ও বুজরুককৌড় তিনমাথার মোড় এবং দ্বীপনগর ও মাথাভাঙ্গা তিনমাথার মোড় পর্যন্ত এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
পরে মচমইল বাজারে আয়োজিত পথ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন আ.লীগের কেন্দ্রীয় শিক্ষা ও মানব সম্পদ উপকমিটির সদস্য ও জেলা আ.লীগের উপদেষ্টা কমিটির সদস্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড. পি,এম সফিকুল ইসলাম। পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন-রাজশাহী জেলা মৎসজীবী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, বাগমারা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাডভোকেট আমজাদ হোসেন, জেলা যুবলীগ নেতা বাবুল হোসেন, ইউপি সদস্য রাজা ও ইউপি মাসুদ রানাসহ আ.লীগ, কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।