বাগমারায় কর্মরত সাংবাদিকদের সাথে রাজশাহী-৪ (বাগমারা) আসনের আ.লীগের মনোনীত নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ মতবিনিময় সভা করেছেন।
রোববার দুপুরে তাহেরপুর পৌর আ.লীগের স্থানীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল হক ফিরোজের সঞ্চালনায় বক্তব্য দেন- জেলা আ.লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু, জেলা আ.লীগের শ্রম বিয়ষক সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান, তাহেরপুর পৌর আ.লীগের সভাপতি আবু বাক্কার মুনছুর মৃধা, একুশে টেলিভিশনের প্রতিনিধি বদরুল হাসান লিটন, জাতীয় সাংবাদিক সংস্থার বাগমারা উপজেলা শাখার সভাপতি যুগান্তর ও সোনালী সংবাদের প্রতিনিধি আবু বাককার সুজন, বাগমারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইউসুব আলী ও সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্স প্রমূখ।
এফআর/অননিউজ