বাগমারা প্রতিনিধি।।
বাগমারায় জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টুর উদ্যোগে শোক মিছিল, দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, খাবার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে ভবানীগঞ্জস্থ ফেমাস কোচিং সেন্টার থেকে শোক মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কোচিং সেন্টার চত্বরে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বাগমারা উপজেলা আ.লীগের উপদেষ্টা কমিটির সাবেক সদস্য ইয়াছিন আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাগমারা উপজেলা আ.লীগের অন্যতম উপদেষ্টা সদস্য বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্রনাথ সরকার, বাগমারা উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি প্রভাষক এমদাদুল হক, বাগমারা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল, আ.লীগে নেতা জাফর ইকবাল, মাহবুবুর রহমান, সাইদুর রহমান, নূর মোহাম্মদ, মুনছুর রহমান, ছাত্রলীগ নেতা জেবাল, সাজেদুর, শিশির, রাকিব ও নাহিদ প্রমুখ।