বাগমারার তাহেরপুর পৌর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কুখ্যাত সিক্স স্টার গ্যাংয়ের দুই সদস্যকে আটক করা হয়েছে। অভিযানে একটি ০.২২ বোরের গান ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।
আটকরা হলেন- তাহেরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের মথুরাপুর মহল্লার আবুল হোসেনের ছেলে আব্দুল হালিম (২৯) ও আশরাফ আলীর ছেলে আবুল বাসার (২৭)। বৃহস্পতিবার গভীর রাতে সেনাবাহিনীর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও যোগাযোগের সরঞ্জাম ওয়াকিটকি সহ তাদের আটক করে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন , সিক্স স্টার গ্যাং দীর্ঘদিন ধরে তাহেরপুর পৌর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।
অবৈধ অস্ত্র ব্যবহার করে তারা এলাকায় নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছিল বলেও অভিযোগ রয়েছে। আটককৃতদের থানায় হস্তান্তরের পর তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com