বর্তমান সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় সকল সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে শনবিার বাগমারায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাসুপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে দ্বীপনগর কলেজ মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান। বাসুপাড়া ইউপির চেয়ারম্যান মাষ্টার লুৎফর রহমানের সভাপতিত্বে ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুলের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক, সোনাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মতিউর রহমান টুক,ু সহসভাপতি এ্যাডভোকেট আফতাব উদ্দিন আবুল, যুগ্নসম্পাদক আল মামুন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম ও হামিরকুৎসা ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ।