বাগমারায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর- ৪ (বাগমারা) আসনে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা হামলা চালিয়ে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের কাঁচি প্রতীকের নির্বাচনী অফিস ভাংচুর করেছে। এছাড়া বুধবার সন্ধ্যায় বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থীর কাঁচি প্রতীকের শতশত পোস্টার ছিঁড়ে নষ্ট করে ফেলা হয়েছে এবং বিভিন্ন স্থানে নৌকার সমর্থকদের মারপিটে স্বতন্ত্র প্রার্থী অন্তত ৭ জন অনুসারী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, মঙ্গলবার রাত ১১ টার দিকে ভবানীগঞ্জ পৌরসভার গোডাউন মোড়ে পুলিশের উপস্থিতিতে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের কাঁচি প্রতীকের নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ১০ টি টেবিল ও দুই শতাধিক চেয়ার ভাংচুর করা হয়। এ সময় হামলাকারীরা ওই নির্বাচনী অফিসের চারদিকে টাঙ্গানো ও অফিসে রাখা কাঁচি প্রতীকের প্রায় দেড় হাজার পোস্টার ছিঁড়ে নষ্ট করে দেয়। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক অভিযোগ করে বলেন, নৌকার প্রার্থী আবুল কালামের লোকজন বেপরোয়া হয়ে উঠেছে। তাই নৌকার সমর্থকরা কোনো কিছুর তোয়াক্কা না করে বিভিন্নভাবে তার নির্বাচনী প্রচারনায় বাধা সৃষ্টি করা হচ্ছে। তবে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ এই অভিযোগ অস্বীকার করে বলেছেন স্বতন্ত্র প্রার্থীর প্রচারনায় কেউ কোনো প্রকার বাঁধা সৃষ্টি করেনি।

থানার ওসি অরবিন্দ সরকার বলেন সব প্রার্থীরাই যেন নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণা চালাতে পারে তার জন্য প্রশাসন তৎপর রয়েছে।

আরো দেখুনঃ