দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪, (বাগমারা) আসনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আ.লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বুধবার শুভডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে কাঁচি প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ, কুশল বিনিময় ও পথসভা করে নির্বাচনী প্রচারনা চালিয়েছেন।
এ সময় বিলবাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভায় বক্তব্যে তিনি বাগমারাবাসীকে শান্তিতে থাকতে চাইলে কাঁচি প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহবান জানান।
পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- ভবানীগঞ্জ পৌর আ.লীগের সভাপতি পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ.লীগের সহসভাপতি এ্যাডভোকেট আফতাব উদ্দিন আবুল, যুগ্নসম্পাদক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক আশিকুর রহমান সজল, সোনাডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, মাড়িয়া ইউপির চেয়ারম্যান রেজাউল হক, যোগীপড়া ইউপির চেয়ারম্যান মাজেদুল ইসলাম সোহাগ, ভবানীগঞ্জ পৌর মহিলা লীগের সভাপতি সংরক্ষিত ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, উপজেলা কৃষকলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মহসিন প্রামানিক ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু প্রমূখ।
এফআর/অননিউজ