মো: আবু বাককার সুজন, বাগমারা, রাজশাহী।।
রাজশাহীর বাগমারায় পৃথক দুটি স্থানে হামলা চালিয়ে এক কলেজ ছাত্রসহ স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির ৫ জন কর্মী সমর্থককে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। রাজশাহী- ৪ (বাগমারা) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষে কথা বলায় নৌকার সমর্থক জাকির হোসেন হাতুড়ি দিয়ে পিটিয়ে আবু তাহের নামে এক কলেজ ছাত্রকে পিটিয়ে আহত করে।
ঘটনাটি বুধবার রাত ৯ টার দিকে সোনাডাঙ্গা ইউনিয়নের শিমলা বাজারে ঘটেছে। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের সমর্থক শ্রীপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বুধবার বিকেলে কয়েকজনকে সঙ্গে নিয়ে শ্রীপুর প্রাথমিক বিদ্যালয় মোড়ে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন।
এ সময় নৌকার প্রার্থী আবুল কালামের ১০-১২ জন সমর্থক হাতে পিস্তল, লোহার রড, হাতুড়ি ও লাঠিসোটা নিয়ে সেখানে হামলা করে। হামলায় আহতদের মধ্যে- জিল্লুর রহমান, তার ভাই বজলুর রহমান ও আলমগীর হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এফআর/অননিউজ