বাগমারায় স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির ৫ জন কর্মী সমর্থককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা চিহ্নিত সন্ত্রাসী শামীম হোসেন ও নাইম হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার যুগান্তরে সংবাদ প্রকাশের পর ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
তারা রাজশাহী- ৪ (বাগমারা) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থক বলে থানার ওসি অরবিন্দ সরকার শনিবার রাতে যুগান্তরকে জানিয়েছেন।
জানা গেছে, বুধবার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের ৫ জন কর্মী সমর্থককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। এই ঘটনায় শ্রীপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বাদি হয়ে আটক শামীম ও নাইমসহ ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
এফআর/অননিউজ