বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নের শিমলা বাজারে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের কাঁচি প্রতীকের প্রচারনার সময় রোববার হামলা চালিয়ে প্রচার মাইক ও উল্লাকা গাড়ি ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় হামলাকারীদের মারপিটে গোলাম রাব্বানী নামে এক কর্মী আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহীর- ৪ (বাগমারা) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থক নাহিদের নেতৃত্বে ৪-৫ জন অপরিচিত যুবক নম্বর বিহীন মাইক্রোবাসযোগে এসে হামলায় চালাই বলে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক দাবি করেন।
তবে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ এই অভিযোগ অস্বীকার করে বলেন, তার কোনো লোকজন এই ধরণের কোনো ঘটনা ঘটায়নি। ওসি অরবিন্দ সরকার বলেন, স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ও গাাড়ি ভাংচুরের খবর শুনেছি। অভিযোগ ব্যবস্থা নেওয়া হবে।
এফআর/অননিউজ