বাগমারায় ব্যবসায়ী শিমুল আলীকে গুলি করে হত্যার চেষ্টার মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জহুরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। থানার ওসি তোহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।
জানা গেছে, গত ৫ আগস্ট সকালে ছাত্র-জনতার কোঠা আন্দোলনে যোগ দিতে যাওয়ার সময় গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রামের ব্যবসায়ী শিমুল আলীকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করা হয় এবং তার শরীরে তিনটি গুলি করে তাকে হত্যার চেষ্টা করা হয়। এই ঘটনায় রাজশাহী- ৪, বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টুসহ ৪৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০-২০০ জনের বিরুদ্ধে ওই ব্যবসায়ী বাদি হয়ে থানায় মামলা করেন। এ মামলায় জহুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এর আগে গত বুধবার রাতে গোয়ালকান্দি ইউপির চেয়ারম্যান আলমগীর সরকারকে একই মামলায় গ্রেফতার করা হয়।