বাগমারা, রাজশাহী প্রতিনিধি।।
বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সদর ভবানীগঞ্জ নিউ মার্কেটের চতুর্থ তলায় আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৪, বাগমারা আসনের সংসদ সংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, জাতীয় পরিষদের সদস্য এ্যাভোকেট এসএম সানিয়েল আরেফিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল, সোনাডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, হামিরকুৎসা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট আফতাব উদ্দিন আবুল, সাংগঠনিক সম্পাদক আল মামুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, এসএম এনামুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জেকের আলী ও দপ্তর সম্পাদক মতিউর রহামন মতিন প্রমূখ। সম্মেলনে বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পূর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে সর্বসম্মতিক্রমে জহুরুল ইসলাম বাবুকে সভাপতি এবং ইসমাইল হোসেন সান্টুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়।
এফআর/অননিউজ