বাগমারায় হত্যা চেষ্টা মামলার আসামীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বাগমারা, রাজশাহী প্রতিনিধি।।

বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নের পলাশী গ্রামের রাজমিস্ত্রি আবু বক্করকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার মুল আসামি রিপনকে গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পলাশী গ্রামের তিন মাথার মোড়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে এই মানববন্ধন করেন ভূক্তভোগী পরিবারের সদস্য ও এলাকার লোকজন।

মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মামলা বাদি রেজাউল ইসলাম দাবি করেন, মাত্র নব্বই টাকা পাওনাকে কেন্দ্র করে রাজমিস্ত্রি আবু বক্করকে হত্যার উদ্দেশ্যে গত ২ এপ্রিল এলাকার চিহ্নিত মাদক সেবী রিপন ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। এই ঘটনায় রিপন, আতাব আলী ও মোস্তাকসহ চারজনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা করা হয়। এ মামলায় পুলিশ আতাব আলী ও মোস্তাককে গ্রেফতার করলেও মুল আসামি রিপন এখনো গ্রেফতার হয়নি। সে এবং জামিনে আসা আসামি আতাব আলী ও মোস্তাক মামলা তুলে নেওয়ার জন্য বাদি ও তার পরিবারকে বিভিন্নভাবে চাপ দিচ্ছে। মামলা তুলে না নিলে বাদি ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। এই অবস্থায় বাদি ও তার পরিবারের সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের সদস্যরা ছাড়াও পলাশী গ্রামের অর্ধশতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ