বাগমারার বাসুপাড়া ইউনিয়নে মন্দিয়াল গ্রামের মাছ ব্যবসায়ী জাবের আলীসহ তার পক্ষের লোকজনের বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা মামলা করে হয়রানী করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
রোববার মন্দিয়াল মাদরাসা অফিস কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন তার ছেলে জাহিদ হাসান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাসপুড়া ইউপির সদস্য নারায়ন চন্দ্র, মাষ্টার মোজাম্মেল হক, সার্ভেহার আনিছুর রহমান, ব্যবসায়ী খয়বর আলী, মসলেম আলী, আবুল হোসেন ও জাহাঙ্গীর আলম ।
সংবাদ সম্মেলনে জাহিদ হাসান লিখিত বক্তব্যে দাবি করেন, তার বাবা জাবের আলী একজন প্রতিষ্ঠিত মাছ ব্যবসায়ী এবং একজন সামজসেবকও বটে। তার বাবার সুনাম নষ্ট করার জন্য জনৈক আয়ৃব আলী তার বাবা জাবের আলীসহ তার পক্ষের ২৫ জন লোকের বিরুদ্ধে আট লাখ টাকা চাঁদা দাবি ও রড়দ দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে মিথ্যা মামলা করেছেন। এছাড়া মানববন্ধন করে তার বাবাকে প্রকাশ্যে হাত-পা কেটে ফেলার ও হত্যার হুমুক দেওয়া হয়েছে।