বাগমারায় হাজী কল্যাণ পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ভবানীগঞ্জ হেলিপ্যাড মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা হাজী কল্যাণ পরিষদের সভাপতি ও রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের এমপি প্রার্থী ডা: আব্দুল বারী সরদার।
হাজী কল্যাণ পারিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাগমারা উপজেলা হাজী কল্যাণ পরিষদের সহ-সভাপতি আলহাজ আব্দুল হালিম, সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল খালেক, জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল আহাদ কবিরাজ, বেলঘরিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ইসমাইল আলম আল হাসানী, বাগমারা উপজেলা জামায়াতের সেক্রেটার সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, বাগমারা উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, প্রধান শিক্ষক আনিছুর রহমান, মাওলানা আব্দুল সামাদ, মাওলানা শফিউদ্দিন, মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা নজরুল ইসলাম ও সৈয়দ রফিকুল ইসলাম প্রমূখ। সমাবেশে বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার হাজীগণ উপস্থিত ছিলেন।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী বাগমারা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা: আব্দুল বারীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।