বাগমারার বাসুপাড়া ইউনিয়ন আ.লীগ নেতা জাবের আলী ও তার লোকজনের ওপর হামলা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৫ টায় জোতিনগঞ্জ বাজারের সংলগ্ন সড়কের দুই পার্শ্বে দাঁড়িয়ে এই মানববন্ধন কর্মসূচী পালন করেন জাবের আলীর পক্ষের লোকজন। মানববন্ধন শেষে সড়কের তিন মাথার মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন- অ্যাডভোকেট আব্দুল মজিদ, ইউপি সদস্য নারায়ন চন্দ্র সাহা, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সহকারি শিক্ষক জেহের আলী, মৎস্য চাষী রাব্বানী, আব্দুল কুদ্দুস, আ.লীগ নেতা জাবের আলী, তার মেয়ে জেসমিন আক্তার ও ছেলে জাহিদ হাসান প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, মাছ চাষ ও এলাকায় আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে ঠাকুরপাড়া গ্রামের আয়ুব আলী ও বীরকয়া গ্রামের আশরাফুল ইসলামসহ আরও কয়েকজন ব্যক্তি বাদি হয়ে আ.লীগ নেতা জাবের আলী ও তার লোকজনের বিরুদ্ধে আদালতে হয়রানিমূলক একাধিক মামলা করা হয়। এছাড়া জাবের আলীর পক্ষের লোকজনের ওপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে কয়েকজনকে আহত করা হয়।
একে/অননিউজ24