বাগমারায় রক্ষিতপাড়া দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্র মোতাসিম পারভেজ মাসফিককে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। ওই ঘটনায় শুক্রবার আহত ছাত্রের বাবা মহসিন আলী বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন।
জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশি শফিকুল ইসলাম ও রফিকুল ইসলামের নেতৃত্বে ৫-৬ জন ব্যক্তি বুধবার বিকেলে মহসিন আলীর বাড়িতে অতর্কিতভাবে হামলা চালিয়ে ঘরের দরজা-জানালা ভাংচুর ও লুটপাট করে। এ সময় বাধা দিতে গেলে হামলাকারিরা মহসিন আলীর ছেলে ১০ম শ্রেণীর ছাত্র মাসফিককে হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
থানার ওসি আমিনুল ইসলাম আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন।