রাজশাহী প্রতিনিধি।।
রাজশাহীর বাগমারায় সন্ত্রাসীদের ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় লিজ নেওয়া একটি বিলে চাষকৃত ২০ মণ মাছ লুট ও বিষ ঢেলে দিয়ে ৭০ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। এ ঘটনায় লিজ গ্রহীতা আহম্মদ আলী ২৩ মে বাদি হয়ে ৯ জনের বিরুদ্ধে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেছেন। সোমবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার নরদাশ ইউনিয়নের রমজানপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে আহম্মদ আলী এলাকার ১০৭ জন কৃষকের কাছে থেকে রমজানপাড়া কদমতলী বিল লিজ নিয়ে মাছচাষ করে আসছেন। সম্প্রতি জনৈক আবু তাহের ও তালেব আলীর নেতৃত্বে এলাকার ৮-৯ জন চিহ্নিত সন্ত্রাসী আহম্মদ আলীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় আসামিরা ক্ষিপ্ত হয়ে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই বিল থেকে বেড়জাল দিয়ে ২০ মণ মাছ ধরে চুরি করে নিয়ে যায় এবং বিলের পানিতে কীটনাশক জাতীয় বিষ ছিটিয়ে দেয়। এতে ওই বিলে চাষকৃত রুই, কাতলা, মৃগেল, সিলভারকাপ, জাপানী রুই, কালবাউস ও গ্রাসকাপসহ বিভিন্ন প্রজাতীর চাষকৃত সব মাছ মরে যাওয়ায় ৭০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়। আহম্মদ আলী অভিযোগ করেন, মামলা দায়ের হয়ে ৬ দিন অতিবাহিত হলেও এখনো কেউ গ্রেফতার হয়নি। তবে তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর সেকেন্দার আলী বলেছেন আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।