বাগমারার আউচপাড়া ইউনিয়ন তরুনদলের কমিটি গঠন

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাগমারার আউচপাড়া ইউনিয়ন তরুন দলের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়াস্থ বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪, বাগমারা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রধান শিক্ষক ডি.এম জিয়াউর রহমান জিয়া।

অন্যদের মধ্যে বক্তব্য দেন- নরদাশ ইউপির প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক সামসুজ্জোহা বাদশা, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, বাগমারা উপজেলা তাঁতী দলের আহবায়ক মামুনুর রশিদ মামুন, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শাহনাজ পারভিন, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল উদ্দীন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা কমিটির সভাপতি বিধারন চন্দ্র প্রামানিক, সাধারণ সম্পাদক সুব্রত মন্ডল বিদ্যুত, পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা কমিটির সভাপতি শন্তুনাথ প্রামানিক, সাধারণ সম্পাদক নীরেন্দ্রনাথ প্রামানিক, অধ্যাপক মনোরঞ্জন সরকার, উপজেলা তরুন দলের আহবায়ক হাতেম আলী, সদস্য সচিব আব্দুল লতিফ রানা, উপজেলা জিসাস এর সভাপতি আব্দুল জলিল ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান মুকুল প্রমূখ। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে মিঠু সরকার সভাপতি, নাজমুল হক সাধারণ সম্পাদক ও নাফিজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে আউচপাড়া ইউনিয়ন তরুন দলের আংশিক কমিঠি ঘোষনা করা হয়। এরপর তরুন দলের উদ্যোগে ডিএম জিয়াউর রহমান জিয়ার পক্ষে হাটগাঙ্গোপাড়া বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

আরো দেখুনঃ