অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন ভিযোগে বাগমারার পানিয়া-নরদাশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুলকে
অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন কলেজ ও হাইস্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে পানিয়া-নরদাশ ডিগ্রি কলেজ ও নরদাশ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্র হয়ে কলেজ চত্বরে অবস্থান নেয়। এরপর নরদাশ বাজারের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন। এর আগে কলেজ গেটের সামনে সড়কের দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। কিন্তু আন্দোলনের মুখে অভিযুক্ত অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল কলেজে না আসায় দুপুরের দিকে কলেজের মুল গেট ও অধ্যক্ষের কক্ষে তালা দিয়ে বন্ধ করে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল বাগমারা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এবং নরদাশ ইউপির বর্তমান চেয়ারম্যান। এ কারণে রাজনৈতিক প্রভাবখাটিয়ে তিনি অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যসহ বিভিন্নভাবে ক্ষমতার অপব্যবহার করে কোটিপতি হয়েছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে থানা ও আদালতে একাধিক মামলাও রয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হবে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com