বাগমারার বিলসুতি বিলের কার্ডধারী গরীর ও অসহায় মৎস্যজীবিদের উচ্ছেদ করে দিয়ে জোরপূর্বক বিলটি দখল করে রেখেছেন এলাকার প্রভাবশালী একটি মহল। বিলটি প্রভাবশালীরা দখলে নেয়ার পর থেকেই জেলেরা ওই বিলে আর মাছ ধরতে পারছেন না। ফলে বিল সংলগ্ন এলাকার কয়েকটি গ্রামের ৮৪০টি মৎস্যজীবি পরিবারের সদস্যরা এখন চরম মানবেতর জীবন-যাপন করছেন। এ অবস্থায় প্রভাবশালীদের কবল থেকে বিলটি উদ্ধার করে সকলের জন্য উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন করেছেন এলাকার কার্ডধারী মৎস্যজীবি পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার বিলসুতি বিলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া সড়কের দুই পার্শ্বে দাঁড়িয়ে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে সড়কের গোলচত্বর মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে কার্ডধারী মৎস্যজীবি পক্ষে বক্তব্য দেন- লুৎফর রহমান, রফিকুল ইসলাম, আব্দুল কুদ্দুস, রাকিবুল ইসলাম, জামিল আহম্মেদ ও জাহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, বিলসুতি বিল সংলগ্ন ১০/১২ টি গ্রামের ৮৪০টি কার্ডধারী মৎস্যজীবি পরিবার রয়েছে। বাপ-দাদার আমল থেকেই তারা ওই বিলে স্বাধীনভাবে মাছ চাষ ও মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু সম্প্রতি এলাকার প্রভাবশালী সেলিম মাষ্টার, রাজু মাষ্টার ও বাবুল মাষ্টারের নেতৃত্বে ২০/২৫ জন প্রভাবশালী ব্যক্তি ক্ষমতার দাপটে তাদের উচ্ছেদ করে দিয়ে বিলের মধ্যে লাল নিশানা টাঙ্গিয়ে দিয়ে বিলটি জবর দখল করে নেয়। এ অবস্থায় বিলে মাছ ধরতে না পারায় বিল সংলগ্ন এলাকার ৮৪০টি মৎস্যজীবি পরিবারের সদস্যরা এখন অর্ধাহারে-অনাহারে থেকে চরম মানবেতন জীবন-যাপন করছেন।
উপজেলা জলমহাল ইজারা কমিটির সভাপতি বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, এ বিষয়ে বৃহস্পতিবার মৎস্যজীবিদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এলাকার গরীব ও অসহায় মৎস্যজীবিদের কথা বিবেচনা করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এফআর/অননিউজ