রাজশাহীর বাগমারার উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারে অগ্নিকান্ডে তিনটি দোকান ঘরসহ কয়েকটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরদির্শণ করা হয়েছে বলে জানিয়েছেন।
জানা গেছে, শনিবার গভীর রাতে ভবানীগঞ্জ বাজারে পুরাতন মহুরী বার সংলগ্ন জয় টেইলার্সে প্রথমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। সেই আগুন মুহুর্তের মধ্যে পাশ্ববর্তী সোহেল মুদি স্টোর ও একটি তুলার দোকান ঘরসহ আশেপাশের কয়েকটি বাসা বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাগমারা ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। কিন্তু এ সময় ফায়ার সার্ভিস টিমের গাড়ির রিজার্ভ পানি শেষ হয়ে যাওয়ায় আগুন নিয়ন্ত্রনে কিছুটা বিলম্ব হয়। ততক্ষণে জয় টেইলার্স, সোহেল মুদি স্টোর ও তুলার ঘরে থাকা সমস্ত মালামাল এবং শেখপাড়া মহল্লার কয়েকটি বসতবাড়ির টিনের চালা, দরজা-জানালা ও বাড়ির আসবাবাপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে পাশ্ববর্তী একটি দিঘী থেকে শ্যালো মেশিনের মাধ্যমে পানি উত্তোলন করে প্রায় দুই ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়। জয় টেইলার্সের মালিক উজ্জল হোসেন জানান, আগুনে তার দোকানের সমস্ত মালামাল পুড়ে যাওয়ায় তার প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com