বাগমারার মাড়িয়া কলেজ নিয়ে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে অধ্যক্ষের বক্তব্য

বাগমারা, রাজশাহী প্রতিনিধি।।

গত ১২ মার্চ সোমবার দৈনিক সোনালী সংবাদ, সানশাইন, আমাদের রাজশাহী ও যুগান্তর পত্রিকায় এবং ১১ মার্চ জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল অননিউজ২৪.কম ও আজকের তানোরসহ বিভিন্ন অনলাইন নিউজপোর্টালে ‘বাগমারার মাড়িয়া কলেজে সভাপতির স্বাক্ষর জাল করে নিয়োগবাণিজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ মন্ডল ও শিক্ষক প্রতিনিধি অধ্যাপক মাহমুদুজ্জামান মজিবর।

এক প্রতিবাদ লিপিতে তারা দাবি করেছেন, সংবাদ সম্মেলনে তাদের বিরুদ্ধে যে সব তথ্য উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্নই মিথ্যা ও ভিত্তিহীন। কারণ কলেজ পরিচালনা কমিটির বর্তমান সভাপতি খোরশেদ আলমের স্বাক্ষর জাল করে একজন অফিস সহকারি এবং ভূয়া সনদের মাধ্যমে একজন বিপিএড শিক্ষক ও একজন লাইব্রেরিয়ান নিয়োগ দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনের বরাদ দিয়ে প্রকাশিত সংবাদে যে সব তথ্য পরিবেশিত হয়েছে তা অদৌ সঠিক নয়। কারণ অফিস সহকারি পদে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি এবং বিপিএড শিক্ষক ও লাইব্রেরিয়ান পদে নিয়োগ প্রাপ্তদের সনদ অনলাইনে সঠিক রয়েছে বলেই তারা এমপিভূক্ত হয়েছে। প্রকৃতপক্ষে এলাকার একটি মহল সড়যন্ত্র করে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করে এলাকায় তাদের ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরণের সংবাদ পরিবেশ না করার জন্য সাংবাদিকদের প্রতি তারা অনুরোধ জানিয়েছেন।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ