বাগমারার মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষিকার অপসারণ দাবিতে ইউএনওকে অভিযোগ

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি।।

৫ জন সিনিয়র শিক্ষককে ডিঙ্গিয়ে পারিবারিক কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া বাগমারার মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রোকসানা পারভীনকে অপসারণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ লিখিত দেওয়া হয়েছে। একই সাথে
সিনিয়র শিক্ষক সাহেব আলীকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ার দাবি জানানো হয়েছে। রোববার গনিপুর ইউপির সাবেক সদস্য আফজাল হোসেন ও স্কুলের ছাত্র অভিভাবক সাদেকুর রহমান এই অভিযোগটি করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রোকসানা পারভীন স্কুলের একজন জুনিয়র শিক্ষিকা। অথচ ৫ জন সিনিয়র শিক্ষককে ডিঙ্গিয়ে বিধি বর্হিভুতভাবে পারিবারিক কমিটির মাধ্যমে ক্ষতার দাপটে বিগত ২০১৩ সালে তিনি ভাপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নেন। দায়িত্ব পাওয়ার পর থেকেই
তিনি রাজনৈতিক প্রভাবখাটিয়ে ঘুস, দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহার করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন,ভারপ্রাপ্ত ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে রয়েছে। এ কারণে তাকে অপসারণ করে সিনিয়র শিক্ষক সাহেব আলীকে ওই পদে দায়িত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরো দেখুনঃ