বাগমারার হাট গাঙ্গোপাড়ায় রাজশাহী জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকালে জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের হাট গাঙ্গোপাড়াস্থ প্রধান কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সংস্থার হাট গাঙ্গোপাড়াস্থ প্রধান কার্যালয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ।
সংগঠনের সাধারণ সম্পাদক মুসাহাক আলীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- সংগঠনের সহসভাপতি সোহরাব হোসেন, যুগ্ন-সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মারফদ আলী, অর্থ সম্পাদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক আসাদুল ইসলাম, সড়ক বিষয়ক সম্পাদক শাহিন আলম ও প্রচার সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।