রাজশাহীর বাগমারার ঝিকরা ইউনিয়নের মরু গ্রাম তিন মাথার মোড় থেকে মরু গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত তিন কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। ঝিকরা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম নিজ হাতে কোদাল দিয়ে কাঁচা রাস্তার ব্যাজ কেটে ও ইট বিছিয়ে এ কাজের উদ্বোধন করেন।
এ সময় ৯ নং ওয়ার্ড সদস্য ইয়াহিয়া আল মামুন, ৮ নং ওয়ার্ড সদস্য কায়েম উদ্দিন, ৯ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি খাইরুল আলম, সাধারণ সম্পাদক আখতার হোসেন ও ৭ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন। এদিকে ওই রাস্তাটি পাকাকরণের মধ্যে দিয়ে নির্বাচনী প্রতিশ্রতি বাস্তবায়ন করায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউনিয়নের সাধারণ মানুষ।