রাজশাহীর বাগমারায় ১৬ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এতে মোট ১ হাজার ৩৬ জন প্রার্থীর মধ্যে ঋণ খেলাপীসহ বিভিন্ন কারণে ৪১ জন প্রার্থীর মনোয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭ জন এবং সাধারণ পুরুষ সদস্য পদে মোট ২৭ জন প্রার্থীর মনোয়নপত্র বাতিল হয়েছে।
এদিকে মনোনয়নপত্র যাচাই-বাছাইকে কেন্দ্র করে ১৬ টি ইউনিয়নের সকল প্রার্থী ও তাদের কর্মি-সমর্থকরা একযোগে উপজেলা সদরে প্রবেশ করায় তাদের উপচেপড়া ভিড়ে বাগমারার উপজেলা সদর ভবনীগঞ্জ বাজারের রাস্তা-ঘাটে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ পথচারীদের ব্যাপক দূর্ভোগ পোহাতে হয়েছে।
অপরদিকে যেসব প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে কেউ কুশল বিনিময় করে, কেউ হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে, আবার কেউ মিছিল করতে করতে উপজেলা সদর ত্যাগ করেন। এ সময় প্রার্থী ও তাদের কর্মি-সমর্থকদের পদচারনায় পুরো উপজেলা সদর যেনো মূখরিত হয়ে উঠে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।