বাগমারারা ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের এসএসসি পরীক্ষার্থীদের মিলনমেলা উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার বাগমারা প্রেসক্লাব সংলগ্ন ভবানীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে ৯৬ ব্যাচের সভাপতি ডা. জিয়াউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক আজাহার আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ব্যাচের সহ-সভাপতি মাষ্টার ডি.এম নাজমুল হক সুজন, অধ্যক্ষ মেহেদী হাসান, বিশিষ্ট ব্যাংকার ওবাইদুর রহমান, সাংবাদিক জিল্লুর রহমান, সহকারী শিক্ষক রেজাউল করিম মিঠু, বিএসসি শিক্ষক মোজহারুল ইসলাম, ইংরেজি শিক্ষক আনোয়ার হোসেন, ঢাকাস্থ বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ আলী, ভবানীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রাশেদুল হক, জনতা ব্যাংক লি: মতিঝিল শাখার সিনিয়র অফিসার মাহফুজুর রহমান রুবেল, মেডিকেল রিপ্রেজেনটিভ (ইনসেপ্টা ফার্মা ঢাকা) আতাউর রহমান ও গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক তুহিন রেজা প্রমূখ। আলোচনা সভা শেষে ব্যাচের যে সকল শিক্ষক মৃত্যুবরণ করেছেন তাঁদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।