বাগমারা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সুজন সম্পাদক মামুন

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলা প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে সর্বসম্মতিক্রমে দৈনিক যুগান্তর ও দৈনিক সোনালী সংবাদ প্রতিনিধি আবু বাককার সুজন সভাপতি এবং দৈনিক সোনালী সংবাদ ও এফএনএস এর রাজশাহী ব্যুরো প্রধান এম.এম মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদ সমিত রায়, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ প্রভাষক সাইফুল ইসলাম সাইফ, দপ্তর সম্পাদক আপেল মাহমুদ রাঙ্গা, ক্রীড়া সম্পাদক রমজান আলী ও প্রচার সম্পাদক আশিক রহমান। এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন সেলিম রেজা, আশরাফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মিঠু সরকার, আফজাল হোসেন ও আল আমীন স্বাধীন।

কমিটি গঠন উপলক্ষে শনিবার বাগমারা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রীণ বাংলাদেশ ডেভলপার এর চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক শওকত আকবর। প্রধান আলোচক ছিলেন পদ্মা গ্যালারীর স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক এফাজুর রহমান।

প্রেসক্লাবের আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- কাচারী কোয়ালীপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাস্টার আব্দুল গাফফার, বাসুপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, নরদাশ ইউপির প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, গোবিন্দপাড়া ইউপির সাবেক

আরো দেখুনঃ