বাগমারা উপজেলা প্রেসক্লাবের সদস্যদের ইউএনও’র সাথে পরিচিতি সভা
বাগমারা প্রতিনিধি

বাগমারা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সদস্যদের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল ইসলামের সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক যুগান্তর ও দৈনিক সোনালী সংবাদ প্রতিনিধি আবু বাককার সুজনের সভাপতিত্বে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকতার বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।
সাংবাদিকদরে মধ্যে বক্তব্য দেন- প্রেসক্লাবের সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এম.এম মামুন, যুগ্ন সাধারণ সম্পাদ আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ক্রীড়া সম্পাদক সমিত রায় ও কোষাধ্যক্ষ প্রদর্শক সাইফুল ইসলাম।
পরিচিতি সভায় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আপেল মাহমুদ রাঙ্গা, প্রচার সম্পাদক সিদ্দিক আলী, কার্যনির্বাহী সদস্য আবু রায়হান, সদস্য আফজাল হোসেন, আলমগীর হোসেন ও আল আমীন স্বাধীন। আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের হাতে বাগমারা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সদস্যদের তালিকা তুলে দেন প্রেসক্লাবের সভাপতি আবু বাককার সুজন।