বাগমারা প্রেসক্লাব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন সাংবাদিক সুজন
বাগমারা প্রতিনিধি

ব্যক্তিগত সমস্যার কারণে বাগমারা প্রেসক্লাবের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন মো: আবু বাককার সুজন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাবের সভাপতি/সম্পাদক বরাবরে লিখিতভাবে চিঠি দিয়ে তিনি এই পদত্যাগের ঘোষনা দেন। সাংবাদিক আবু বাককার সুজন তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, তিনি দীর্ঘদিন ধরে বাগমারা প্রেসক্লাবে সদস্য হিসাবে সংযুক্ত ছিলেন। তিনি দেশের শীর্ষস্থানীয় যুগান্তর ও দৈনিক সোনালী সংবাদ এবং মাল্টিমিডিয়া অননিউজ টুয়েন্টিফোর এর বাগমারা উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন। ব্যক্তিগত সমস্যার কারণে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানান।