বাগমারা স্বপ্ন সোসাইটির উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার গরিব, অসহায় ও দুস্থ পরিবারের শতশত নারী-পুরুষের মাঝে পবিত্র ঈদ উপলক্ষ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের নন্দনপুর-চিকাবাড়ীস্থ সংস্থার প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাগমারা স্বপ্ন সোসাইটির নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম। আলোচনা সভায় সংস্থার চেয়ারম্যান লুৎফর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- প্রভাষক ওমর আলী, ইউপি সদস্য আনোয়ার হোসেন, বাসুপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি নাজির হোসেন, বিশিষ্ট সমাজ সেবক রফিকুল ইসলাম, সংস্থার ভাইস চেয়ারম্যান খাদিজা বিবি, ম্যানেজার কাউছার আহম্মেদ, কোষাধ্যক্ষ সোহেল রানা ও হিসাব রক্ষক সুমন আহম্মেদ প্রমূখ।
এফআর/অননিউজ